নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই সকাল থেকেই রাজ্যে হচ্ছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। ভোটের দিন ফের উত্তপ্ত কোচবিহার। কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন।
নিহত বিজেপির পোলিং এজেন্টের নাম মাধব বিশ্বাস। শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। ভোটের দিন ঘোষণার পর থেকে যে হিংসা, অশান্তি শুরু হয়েছিল আজও সেই ধারা অব্যাহত। শুক্রবার রাতেও কোচবিহারের তুফানগঞ্জে খুন হয় তৃণমূল কর্মী৷ বুথ ক্যাম্পে কাজ করার সময় হামলায় নিহত হয় তৃণমূল কর্মী গণেশ সরকার। অভিযুক্ত গেরুয়া শিবির।
শাসকদলের অভিযোগ, তৃণমূল কর্মীর উপর হামলা চালায় বিজেপি। উত্তর ২৪ পরগনার দত্তপুুকুরের খুন নির্দল প্রার্থীর সমর্থক। কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। এককথায় রক্তাক্ত গ্রাম বাংলার ভোট।