পুজোর রোড ম্যাপ প্রকাশ করল কোচবিহার জেলা পুলিশ প্রশাসন

দুর্গাপূজা উপলক্ষে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত হলো রোড ম্যাপ। এই দিন ওই রোডম্যাপ প্রকাশিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এবং কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাস সহ অন্যান্য আধিকারিক। জেলা পুলিশ সুপার জানান আগামী ১৮ অক্টোবর থেকে যানবাহনের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ বেঁধে দিয়েছেন। দুপুর দুটো থেকে রাত্রি দুটো পর্যন্ত এই বিধি নিষেধ জারি থাকবে। এক্ষেত্রে কিছু রাস্তা বন্ধ থাকবে এবং একমুখী রাস্তা ব্যবহার করে শহর থেকে গাড়িগুলোকে শহরের বাইরে যাওয়ার ম্যাপ তৈরি করেছেন। পুলিশ সুপার আরও জানান যদি এই নিয়মকে তোয়াক্কা না করে কেউ যদি যানবাহন নিয়ে চলাফেরা করে তাহলে সে ক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।পুজোয় প্রতিমা দর্শন করতে আসা দর্শনার্থীদের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থাকবে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা