ওয়াংখেড়েতে সচিনের মূর্তি স্থাপন করার পরিকল্পনা ছিল অনেক দিন ধরেই। প্রথমে ঠিক হয়েছিল ২৪ এপ্রিল অর্থাৎ শচীনের জন্মদিনে এই মূর্তির উদ্বোধন হবে। কিন্তু পরে সেই পরিকল্পনা বদলে দিয়ে বিশ্বকাপের ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচের আগেই উদ্বোধন করা হয় শচীন তেন্ডুলকরের সেই মূর্তি।
কিন্তু সেই মূর্তি প্রকাশে আশা মাত্রই পরের দিনই শুরু হয়ে যায় বিতর্ক। অনেক সমর্থকই সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করে লিখেছেন, মূর্তির মুখের সঙ্গে শচীনের কোন মিল নেই, মিল রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের।
তবে বুধবার শচীনের সামনে আনা হয় সেই মূর্তি এবং সেই অনুষ্ঠানে পূর্ব ভারতীয় ক্রিকেটার শচীন জানান যে, “আমার কাছে এটি একটি বিশেষ মুহূর্ত। এখানে আজ দাঁড়িয়ে ভীষণ ভাল লাগছে। মনের মধ্যে হাজারও ছবি ভিড় করে আসছে। এই মাঠ আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে এবং এই স্টেডিয়ামের সাথে আমার অনেক অসাধারণ স্মৃতি জড়িয়ে রয়েছে”।