কলকাতায় ‘সারেগামাপা’র অডিশন নিয়ে বিস্ফোরক প্রতিযোগীরা

দাদাগিরির বাকি আর মাত্র কয়েকটা এপিসোড, আর কিছুদিন পরেই আসতে চলেছে সারেগামাপার নতুন সিজন। জি বাংলার সারেগামাপার অডিশন কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সেই অডিশনেরই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এক প্রতিযোগী। গৌরব সরকারের (সারেগামাপার প্রাক্তন প্রতিযোগী) বিরুদ্ধে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ঠিক কী হয়েছিল?

বিরাজকৃষ্ণ সাহা নামে এক প্রতিযোগী জানান, তিনি গত রবিবার কলকাতার এক কলেজে সারেগামাপার অডিশন দিতে যান, প্রাথমিক ধাপে অডিশন নেওয়ার ধাপে ছিলেন গৌরব। গৌরবের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি গান গান ভালো করে শোনেনইনি। এমনকি গান গাওওার সময় তিনি অন্য একজনের সাথে ব্যঙ্গাত্মক হাসিতে মত্ত ছিলেন। এক মিনিটের মধ্যেই নাকি হয়ে যাচ্ছিল সমস্ত অডিশন। শুধু বিরাজকৃষ্ণ সাহা নন, বহু প্রতিযোগী গৌরবের বিরুদ্ধে এরূপ অভিযোগ তুলেছেন।