মালদহে আবাস দূর্নীতির বিরুদ্ধে বিডিওকে ঘিরে বিক্ষোভ উপভোক্তাদের

ঝুপড়িতে থেকেও নাম নেই আবাস তালিকায়।দুর্নীতির পাহাড় জমেছে আবাস তালিকায়। তাই আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে ও প্রকৃত উপভোক্তাদের নাম নথিভুক্ত করতে বিডিও অফিসে লালঝান্ডার ডেপুটেশন।ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হরিশ্চন্দ্রপুর মধ্য ও উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর ১ ব্লক প্রশাসনের নিকট দশ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। ব্লকের ৭ টি অঞ্চলের প্রায় দুই হাজার পুরুষ-মহিলা এই ডেপুটেশনে সামিল হন।

 রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ছবিটা যেন আবাস যোজনা দুর্নীতির ক্ষেত্রে এক।বেশিরভাগ জায়গায় আবাস যোজনায় যোগ্য উপভোক্তরা বাড়ি না পেয়ে পেয়েছে অযোগ্যরা।হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ক্ষেত্রেও তাই। ২০১৭ সালে আবাস যোজনার সার্ভে হয়। ২০১৮ সালে তালিকা তৈরি হয়। ২০২২ সালে সার্ভের পর যোগ্য উপভোক্তাদের বেশির ভাগ নাম বাদ পড়ে যায়। অভিযোগ,প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পিছনে দুর্নীতি রয়েছে।

 হরিশ্চন্দ্রপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রনব দাস বলেন,এই সার্ভের তালিকায় যোগ্য উপভোক্তাদের নাম বাদ পড়ে গিয়েছে। যাদের পাকা বাড়ি ও গাড়ি রয়েছে তাদের নাম তালিকায় রয়েছে।২০১৭ সালে অনেকেরই কাচা বাড়ি ছিল।সে সময় সার্ভের তালিকায় তাদের নাম ছিল।সেই উপ ভোক্তাদের নাম তালিকায় নেই। তাই যোগ্য উপভোক্তাদের নাম তালিকাভুক্ত করার দাবিতে এই ডেপুটেশন। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডল বলেন,২০১৮ সালের তালিকায় ব্লকে মোট ১৮০০০ হাজার উপ ভোক্তার নাম ছিল। ২০২২ সালে সার্ভের পর ৯,২২২‌‌টি নাম টিকে ছিল। পরে আরো ১৩০ টি‌ নাম তালিকাভুক্ত হয়। রাজ্য সরকারের নির্দেশে আবার সার্ভে হয়েছে।সুপার চেকিং হয়েছে। যোগ্য উপভোক্তারাই যাতে ঘর পাই সেই দিকটি গুরুত্ব সহকারে দেখা হয়েছে।