ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিতে বিশেষ একটি নম্বর প্রকাশ্যে এনেছে কংগ্রেস

অতি সম্প্রতি বাংলায় ঢুকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা৷রাহুল গান্ধীর নেতৃত্বে চলা এই ন্যায় যাত্রায় অন্যায়ের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন কংগ্রেস নেতৃত্বরা৷ তাদের কথায়,যে কেউ এই ন্যায় যাত্রায় যোগ দিতে পারেন শুধু মিসডকল দিয়েই৷ সেক্ষেত্রে বিশেষ একটি নম্বরও প্রকাশ্যে এনেছে কংগ্রেস।

শুক্রবার শিলিগুড়িতে মহিলা নেতৃত্বদের নিয়ে বৈঠক সারেন জাতীয় মহিলা কংগ্রেসের সভাপতি অলকা লাম্বা।মূলত ভারত জোড়ো ন্যায় যাত্রাকে সামনে রেখেই চলে বৈঠক।পরবর্তীতে শনিবার কিষানগঞ্জ যাবার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।তার কথায়,ন্যায়ের জন্য এই যাত্রা।অন্যদিকে জোট প্রসঙ্গে তার মন্তব্য,এখনও আলোচনা চলছে এই রাজ্যে।শুধু এই রাজ্য না,আরও একাধিক রাজ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে।দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন হবে।এমনকি ইন্ডিয়া জোট সফলতাও পাবে ২৪-র নির্বাচনে।

২৪-র নির্বাচনকে পাখির চোখ করে ইন্ডিয়া জোট যখন আখের গোচ্ছাচ্ছে তখন রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি রাজনীতি করছে।এমনই অভিযোগ অলকা লাম্বার।তার কথায়,রাম মন্দির নির্মান এখনও অসম্পূর্ণ।তার আগেই রাজনৈতিক স্বার্থে মন্দিরের উদ্বোধন করা হচ্ছে।