রাজ্য কেন্দ্রের মাঝের সংঘাত আরও বাড়তে পারে

রাজ্য কেন্দ্র সংঘাত বরাবর, এবার এই দ্বন্দ্ব তীব্র হলো আরও বেশি। আগামী ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে নীতি আয়োগের পরিচালন পরিষদের এটাই শেষ বৈঠক হতে চলেছে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজেই দিল্লি সফরের কথা জানিয়েছিলেন। কিন্তু এবার শোনা যাচ্ছে, এ মাসের শেষে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রবিবার সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে তৃণমূল কংগ্রেস। তবে শুধু এ রাজ্যের শাসক দলই নয়, কমপক্ষে ১৯টি বিরোধী দলই জানিয়ে দিয়েছে, রবিবারের উদ্বোধনে তারা উপস্থিত থাকবে না।

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন টুইট করে জানান, রবিবারের অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকবেন না। এই ঘোষণার পরই মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্তে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।