দ্বন্দ্ব রাজ্য কেন্দ্রের মাঝে

বাড়ছে জটিলতা, বিবাদ রাজ্য সরকার কেন্দ্র সরকারের মাঝে। প্রজাতন্ত্র দিবসে রাজ্যের নেতাজি ট্যাবলো নিয়ে এখন জটিলতা। কেন্দ্রের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মনোনীত হয়নি রাজ্যের ট্যাবলো। আর তাই সেখানে মনোনীত না হওয়া রাজ্যের প্রস্তাবিত নেতাজি সংক্রান্ত ট্যাবলো কলকাতায় রাজ্য সরকারের আয়োজিত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট ট্যাবলোটি এ জন্য কলকাতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে কেন্দ্র যদি শেষ পর্যন্ত রাজ্যের আবেদন পুনর্বিবেচনা না করে ওই ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত না করে তবে সেটিকে কলকাতার রেড রোডে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শন করা হবে, এমনটাই পরিকল্পনা। পাশাপাশি জানা গিয়েছে, নেতাজি সুভাষ চন্দ্রের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার কলকাতায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের থিম হচ্ছে নেতাজি এবং আইএনএ। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন থেকে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা পরিকল্পনা থাকলেও করোনার কারণে তাতে কাটছাঁট করা হচ্ছে বলেও জানা গিয়েছে। তবে সব রকমের কোভিড বিধি কঠোর ভাবে পালন করে রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের আয়োজন করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

এর আগে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যে এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা ২৩ জানুয়ারি থেকে হবে। এতদিন সাধারণতন্ত্র দিবসের সূচনা হত ২৪ জানুয়ারি থেকে৷ নেতাজিকে সম্মান জানিয়ে তা আরও একদিন এগিয়ে আনা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের এক উর্ধ্বতন কর্তা বলেছেন, ভারতের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলিকে বিশেষ ভাবে উদযাপন ও স্মরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই এবার থেকে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন থেকেই শুরু হবে সাধারণতন্ত্র দিবসের আনুষ্ঠানিক উদযাপন৷ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনকে পরমাক্রম দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত তারও আগে নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷