দিনহাটা পৌরসভার চেয়ারম্যানকে স্বারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যাবসায়ী সমিতির।বুধবার দুপুর একটা নাগাদ পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যাবসায়ী সমিতির দিনহাটা শাখার সদস্যরা পৌরসভা অফিসে একটি লিখিত স্বারকলিপি প্রদান করে। মূলত মিষ্টান্ন শিল্পের পরিকাঠামো উন্নয়ন পাশাপাশি দিনহাটা শহরের রনি তালুকদার নামের এক মিষ্টান্ন ব্যাবসায়ীর মিষ্টি কারখানার বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে স্থানীয় মানুষের সমস্যায় অভিযোগের ভিত্তিতে দিনহাটা পৌরসভার পক্ষ থেকে গত ২৪ জুলাই থেকে সংশ্লিষ্ট মিষ্টির কারখানা বন্ধ করে দেওয়া হয়। সেই কারণে পৌরসভার পক্ষ থেকে সেই বর্জ্য নিষ্কাশনের ব্যাবস্থা করে সেই কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে এদিনের এই স্বারকলিপি প্রদান বলে জানা গিয়েছে।এদিন পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেস্বরী বলেন দ্রুত বিষয়টি সমাধান করা হবে।এই বিষয়ে দিনহাটা মহকুমা মিষ্টান্ন ব্যাবসায়ী সমিতির সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন আমরা পৌরপতিকে আমাদের সমস্যার কথা জানালাম,তিনি আমাদের আশ্বাস দেন আমাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।