বাড়লো চিন্তা, কার কাছে গেলে অভিজিত্‍ গাঙ্গুলির মামলাগুলি

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। ২০২৪ এর আগস্ট মাসে বিচারপতির অবসর গ্রহণের সময় ছিল। তবে তার আগেই ইস্তফা দিয়েছেন বিচারপতি।

সূত্রের খবর, বিচারপতির এজলাসের মামলাগুলি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দেওয়া হয়েছে। রাজ্যে চলতে টাকা দুর্নীতি বিচারপতিকে ভীষণভাবে নাড়া দিয়েছে। পদত্যাগের ঘোষণা করে বিচারপতি বলেছিলেন, ‘বর্তমান শাসকদলের অনেকে আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন।

চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান জানিয়েছেন তারা, সেই আহ্বানেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। জানা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির টিকিটে লড়তে পারেন।