আবার চিন্তা বাড়ছে নতুন করে সংক্রমনের সংখ্যায়

দেশে করোনার দ্বিতীয় ঢেউ সামলে ওঠার সাথে সাথেই জোরালো হচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। কিছুদিন স্বস্তি দিয়ে আবার যেন বাড়ছে সংক্রমনের সংখ্যা। তার মধ্যে নতুন নতুন স্ট্রেনের চোখ রাঙানি। দেশের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার আরও একটু বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪ জন। চিন্তা আরও বাড়িয়েছে করোনা নিয়ে সাধারণ মানুষের ঢিলেমি। সংক্রমণের গ্রাফ কমায় ফের পর্যটনস্থলগুলোয় বাড়ছে ভিড়। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।

একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ১১ হাজার ৪০৮ জন। এর মধ্যে আবার দেশে মাথাচাড়া দিয়েছে কোভিডের কাপ্পা ভ্যারিয়েন্ট। যার জেরে সবচেয়ে বেশি ১১ জন প্রাণ হারিয়েছেন রাজস্থানে। ফলে সেখানে কোভিডবিধি নিয়ে নতুন করে কড়াকড়ি শুরু করেছে প্রশাসন। তবে দৈনিক সংক্রমণ বাড়লেও নিয়ন্ত্রণে রয়েছে দৈনিক সংক্রমণের হার। পাশাপাশি সক্রিয় রোগী কম হওয়ার ধারাও অব্যাহত রয়েছে। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৪ লক্ষ ২৯ হাজার ৯৪৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪১ হাজার জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১ লক্ষ ৪ হাজার ৭২০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। এখনও পর্যন্ত দেশে ৩৮ কোটি ৭৬ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লক্ষ ১৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা হয়েছে।