চিন্তা বাড়ছে নতুন সংক্রমণ নিয়ে

একের পর এক সংক্রমনের ভয়ে কাঁপছে বিশ্ব। করোনার নয়া প্রজাতি ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্ব। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে ব্যাপকভাবে। ভারত সহ ইউরোপের একাধিক দেশ, আমেরিকা, সব জায়গায় এই প্রজাতির বাড়বাড়ন্ত। এরই মাঝে আবার নতুন আতঙ্ক, ‘স্টেলথ ওমিক্রন’। রিটেন, ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনে মিলেছে ওমিক্রনের এই নয়া প্রজাতি। চটজলদিই শুরু হয়ে গিয়েছে এই নিয়ে গবেষণা। তবে আদতে এটি কী?

গবেষণায় জানা গিয়েছে, এটি আসলে ওমিক্রনের নয়া সাব-স্ট্রেন। এর নাম দেওয়া হয়েছে বিএ.২। গত ডিসেম্বর মাসে এই নয়া স্ট্রেনের খোঁজ মিলেছিল। তারপর থেকেই আতঙ্ক যে আরও মারাত্মক কিছু প্রজাতি হয়তো ছড়াতে পারে বিশ্বজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল যে, ওমিক্রনের মোট তিনটি সাব-স্ট্রেন রয়েছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে যত ওমিক্রন সংক্রমণ হয়েছে, তার মধ্যে থেকে দেখা গিয়েছে যে ৯৯ শতাংশই বিএ.১ সাব-স্ট্রেন। এখন আবার বিএ.২ নিয়ে আতঙ্ক সৃষ্টি হল। ভারতেও এই স্ট্রেন সংক্রমণ ছড়াতে পারে বলে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, এই স্ট্রেনের কারণ অল্প সময়ই হু হু করে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। তাই বিজ্ঞানী এবং চিকিৎসকরা ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করতে বলছেন।

উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে। আপাতত তা হয়েছে, ১০ হাজার ০৫০, গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩.৬৯ শতাংশ। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন, গতকালের থেকে ৯ হাজার ৫৫০ কম। এই একই সময় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। মৃত্যুও গতকালের তুলনায় কমেছে। তবে দেশের মোট মৃত্যু ৪ লক্ষ ৮৮ হাজার ৮৮৪। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট সুস্থের সংখ্যা ২ লক্ষ ৪২ হাজার ৬৭৬ জন। অন্যদিকে পরিসংখ্যান অনুসারে, দেশের মোট সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫ জন।