চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা নিয়ে

দেখতে দেখতে ফের আবার লক্ষ্যের ঘর পার করেছে দেশের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বিগত কয়েক দিনে দেশের করোনা চিত্রের পরিবর্তন ঘটে গিয়েছে ব্যাপকভাবে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়ে এখন প্রায় ২ লক্ষের দোড়গোড়ায়। আজকের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। সব মিলিয়ে দৈনিক আক্রান্ত দুই লক্ষ হতেও আর বেশি বাকি নেই। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও।

কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ০৬৩ জন৷ আজ দৈনিক সংক্রমণ কমেছে ৬.৪ শতাংশ। একই সময় মৃত্যু হয়েছে ২৭৭ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৫৮ লক্ষ ৭৫ হাজার ৭৯০ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৪ হাজার ২১৩। এদিকে, দেশের সংক্রমণের হার আপাতত রয়েছে ৫.১৮ শতাংশে। তবে গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ১০.৬৪ শতাংশ। তবে দেশে সুস্থতার হার আপাতত কমে হয়েছে ৯৬.৩৬ শতাংশ। অন্যদিকে তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৯ হাজার ৯৫৯ জন।

এদিকে কেন্দ্র জানাচ্ছে, দেশে সবথেকে বেশি করোনা আক্রান্ত এই মুহূর্তে রয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৪৭০ জন করোনা আক্রান্ত হয়েছে এই রাজ্যে। দৈনিক আক্রান্তে তৃতীয় দিল্লি। কারণ দৈনিক সংক্রমণের সংখ্যায় দিল্লিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে, দেশে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৬১ জন। তবে তাদের মধ্যে ১ হাজার ৭১১ জন সুস্থ হয়ে উঠেছেন। ওমিক্রন আক্রান্তের দিক থেকেও শীর্ষে মহারাষ্ট্র।