বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য।
এর আগে বহুবার এই মামলায় চার্জ গঠন পিছিয়েছে। অবশেষে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সেই প্রক্রিয়া সম্পন্ন হল। অনুপ মাঝি, বিকাশ মিশ্র সহ এই মামলার মোট ৪৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হল এদিন। এদিন আদালতের নির্দেশ মতো সব অভিযুক্তই উপস্থিত হয়েছিলেন।
শুধুমাত্র বিকাশ সহ তিন জন ভার্চুয়ালি হাজিরা দেন। যৌন হেনস্থার মামলায় গ্রেফতার হওয়ার কারণে গত শুনানিতে বিকাশকে সশরীরে কিংবা ভার্চুয়ালি হাজির করানো যায়নি। সেই কারণে চার্জ গঠন পিছিয়েছিল। এদিন ভার্চুয়ালি হাজিরা দেন তিনি। উল্লেখ্য, তাঁরা প্রত্যেকেই বর্তমানে শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।