কোভিড-১৯’এর কবল থেকে মুক্ত হচ্ছেন যারা তাদের মধ্যে হৃদরোগীদের বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন। অ্যাপোলো হসপিটালস গুয়াহাটির ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট ডাঃ ঋতুপর্ণা বড়ুয়ার পরামর্শ হল, কোভিড পজিটিভ হওয়া সব হার্টের রোগীদেরই নিরাময়ের পর হার্ট চেক-আপ করা দরকার, যাতে ভাইরাস ঘটিত কোনও সাইড-এফেক্ট থাকলে তার চিকিৎসা করা যায়। জটিলতাযুক্ত বা দেরীতে নির্ণয়ের কারণে কোভিড-১৯ জনিত অসুস্থ হার্ট পরবর্তীকালে ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ ডেকে আনতে পারে।
ডাঃ ঋতুপর্ণা বড়ুয়া বলেন, পজিটিভ হওয়া হার্টের রোগীদের খুবই সতর্ক থাকা প্রয়োজন, কারণ দেখা গেছে কার্ডিয়োভাস্কুলার রোগে ভুগতে থাকা রোগীদের ক্ষেত্রে কোভিড-১৯ জটিল উপসর্গ সৃষ্টি করতে ও বিপজ্জনক ফলের কারণ হয়ে উঠতে পারে। এজন্য কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর ‘কমপ্লিট ডায়াগনোসিস’ করা উচিত, যাতে ‘হার্ট ফেলিয়োর’ বা ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ প্রতিরোধ করা যায়।
ডাঃ বড়ুয়ার মতে, এইসময় সকলেরই উচিত তাদের হার্টের সুস্থতা ও সার্বিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। যেহেতু বাইরে যাওয়া বা কাজকর্ম বন্ধ, সেজন্য শরীর সচল রাখার জন্য কিছু ‘ইন্ডোর এক্সারসাইজ’ করা উচিত। বেশিদিন ধরে অলস জীবনযাপন নানারকম রোগ ডেকে আনতে পারে। তাই, সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। মানসিক চাপ ও দুঃশ্চিন্তা হ্রাস করতে হবে। নজর রাখতে হবে শারীরিক ওজন, ব্লাড প্রেসার ও কোলেস্ট্রোল লেভেলের দিকে। বর্তমান সময়ে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে সুস্থ হার্ট ও শরীর নিশ্চিত করা সবথেকে বেশি প্রয়োজন বলে তিনি মতপ্রকাশ করেছেন।