প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ রাজ্য সরকারের তরফে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতে ১০০ দিনের কাজ, আবাস যোজনার প্রকল্পের টাকা নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সুর ছড়িয়েছে তৃণমূল।

আর এরই মধ্যে এবার স্বাস্থ্যখাতে কেন্দ্রীয় বরাদ্দ আটকে রাখার অভিযোগ উঠল। প্রায় ৮০০ কোটি টাকা স্বাস্থ্যখাতে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ জানাল রাজ্য। সেই নিয়ে এবার কেন্দ্রকে চিঠিও পাঠাল নবান্ন। কেন্দ্রীয় অর্থ কমিশনের সচিব এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।

রাজ্যে ৪৭৪টি সুস্বাস্থ্য কেন্দ্র, ৬২টি ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং ২৮টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির কথা রয়েছে। এর জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে একাধিক কিস্তিতে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার সেই প্রাপ্য টাকা পায়নি।