লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে বহু টালবাহানার পর অবশেষে কেন্দ্রীয় বাহিনী দিয়েই হচ্ছে ২৩ পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে পৌঁছে গিয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
বাকি বাহিনী চেয়ে ফের কেন্দ্রকে চিঠি পাঠালো রাজ্য নির্বাচন কমিশন। আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। প্রসঙ্গত পরে বরাদ্দ করা আরও ৩১৫ কোম্পানি এখনও রাজ্যে আসেনি। সূত্রের মারফত খবর, বাহিনী কোথায় মোতায়েন হবে, এখনও কমিশন তা জানাতে পারেনি।
তবে সেই চিঠির উত্তর এখনও আসেনি। অন্যদিকে, ভোটে চাই পর্যাপ্ত নিরাপত্তা! এই দাবি তুলে আজ পথে নেমেছে সংগ্রামী যৌথমঞ্চ। বুথ প্ৰতি ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর দাবি DA-আন্দোলনকারীদের। পঞ্চায়েত নির্বাচনে কোনও ভাবেই যাতে ২০১৮-র স্মৃতি ফিরে না আসে সেই দাবিতেই সংগ্রামী যৌথমঞ্চের মিছিল। সঠিক নিরাপত্তা না পেলে তারা ভোটের ডিউটিতে যাবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।