ট্রাফিক পুলিশদের হাতে জল,গ্লুকোজ,সানস্ক্রিম তুলে দিলেন কমিশনার গৌরব শর্মা

বিগত কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহে হাঁসফাঁস করছে শহর শিলিগুড়িবাসী।

তাপদাহের হাত থেকে রক্ষা পেতে যেখানে সাধারণ মানুষ খুঁজছে ছাউনী, ফ্যান ও এসির হাওয়া সেখানেই নিজের শরীরের চিন্তা না করে দিন রাত এই প্রচন্ড গরমে দুপুরের কড়া রোদে মোড়ের মাঝে দাড়িয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে ট্রাফিক পুলিশেরা।

তাদের কথা চিন্তা করেই মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত যে সমস্ত ট্রাফিক পয়েন্টে কর্মরত পুলিশেরা রয়েছে তাদের সকলের হাতে জলের বোতল, গ্লুকোজ, ওআরএস ও সূর্যের তাপদাহ থেকে বাঁচতে সানস ক্রিম এই সমস্ত কিছু তুলে দেয় শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরভ শর্মা।