শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জলপাইগুড়িতে

৮৮ তম শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি শাখার তরফ থেকে ৮ই মার্চ জলপাইগুড়ি শহরে একটি র‍্যালির আয়োজন করা হয়।

এদিন ব্রহ্মাকুমারী মেডিটেশন সেন্টারে শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব শান্তি কামনার লক্ষ্যেই ব্রহ্মকুমারী সেন্টারের এই উদ্যোগ বলে জানা যায়। 

জলপাইগুড়ি শহরের শিল্পসমিতি পাড়া রাজযোগ মেডিটেশন সেন্টারে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারাদিনব্যাপী জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়জন করা হয়েছে। জলপাইগুড়ি শিল্পসমিতিপাড়া প্রজাপিতা  ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক ভাই-বোনেরা এদিন এই সুসজ্জিত র‍্যালিতে অংশগ্রহণ করেন।