২১ জুলাই সমস্ত ক্লাস বাতিলের নির্দেশিকা জারি! নির্দেশিকা জারি করল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একুশে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সমস্ত ক্লাস বন্ধ থাকবে। তবে কি কারণে এমন সিদ্ধান্ত সেই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।
এদিকে ওয়াকিবহল মনে করছে, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস রয়েছে ধর্মতলায়। ওই দিন ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলেজ পড়ুয়াদের দুর্ভোগের কথা মাথায় রেখে হয়তো কলেজ কর্তৃপক্ষ ওইদিন ক্লাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, কলকাতা শহরের বেশকিছু স্কুল ২১ জুলাই ছুটি ঘোষণা করেছে। এদের মধ্যে বেশকিছু স্কুল অনলাইনে ক্লাস করানোর নোটিস দিয়েছে। অন্যদিকে কিছু স্কুল সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতির বারের পরিবর্তে শনিবার ক্লাস করানোর।