এবার মহানগরীতে তৈরী হতে চলেছেসিএনজি স্টেশন

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে পেট্রোল-ডিজেলেরও দাম। তাই অধিকাংশ দেশের মানুষ বিকল্প জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে, বাড়ছে সিএনজি চালিত যানবাহন।

তবে পর্যাপ্ত সিএনজি স্টেশন না থাকায় অনেক সময় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। দুর্গাপুর পর্যন্ত এতদিন ছিল পাইপ লাইন গ্যাস সুবিধা। কলকাতায় গ্যাস আনার ক্ষেত্রে যানবাহনের মাধ্যমে তা নিয়ে আসতে হত দুর্গাপুর থেকে। তবে খুব দ্রুত কলকাতায় পৌঁছতে চলেছে গেইলের পাইপলাইন।

কাজ শেষ হয়ে যাবে আগামী তিন মাসের মধ্যে। দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত পাইপলাইন পাতলে পনেরোটি জেলা কভার করা যাবে। কলকাতার পাশাপাশি আরও ১৫ টি জেলার বাসিন্দারা এই সুবিধা পাবেন। ২০২৫-২৬ অর্থবর্ষে সেটি ছোঁবে ১০০।