লন্ডনের টেকনোলজি কোম্পানি নাথিং-এর সাব-ব্র্যান্ড সিএমএফ ঘোষণা করল, বহু প্রতীক্ষিত ফোন সিএমএফ ফোন ১, সিএমএফ বাডস প্রো ২ ও সিএমএফ ওয়াচ প্রো ২-র বিক্রি শুরু হবে ভারতীয় সময় আজ বেলা ১২টা থেকে। সিএমএফ ফোন ১ হল এমন এক ফোন যা তার সেগমেন্টে পারফরম্যান্সের নিরিখে প্রথম সারিতে আছে। এটাই ভারতের প্রথম ফোন যার মধ্যে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ 5জি প্রসেসর, এর ইঞ্জিনিয়ারিং-এ সহকারী হিসাবে আছে নাথিং। তাই এই ফোনে আছে দ্রুত, বিশ্বস্ত ও কার্যকরী পাওয়ার। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি আছে বলে, এই ফোন যাঁরা ব্যবহার করবেন, তাঁরা একবার এই ফোনে চার্জ দিলেই দুই দিন পর্যন্ত চালাতে পারবেন। এতে ১৬ জিবি পর্যন্ত র্যাম আছে বলে মসৃণ ভাবে এটা দিয়ে মাল্টিটাস্ক করা যায় এবং এটা চলে নাথিং ওএস ২.৬-এ। যার জন্য এই ফোনে পাওয়া যায় অ্যানড্রয়েড ব্যবহারের অনন্য ও কাস্টমাইজ করার মতন এক অভিজ্ঞতা।
এর শক্তিশালী ক্যামেরা সিস্টেমের মধ্যে একটি সোনি ৫০ এমপি রিয়ার ক্যামেরা আছে। নিখুঁত বোকে এফেক্ট যাতে পাওয়া যায়, শুধু তার জন্যই রিয়ার ক্যামেরায় পোরট্রেট সেন্সর দেওয়া আছে। সেই সঙ্গে আছে ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। অনবরত ইন্টার্যাক্টিভের জন্য এই ফোনে আছে আলট্রা-স্মুদ ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট-এর বৈশিষ্ট্য থাকা আকর্ষণীয় ৬.৬৭” সুপার অ্যামোলেড ডিসপ্লে।
সিএমএফ ওয়াচ প্রো 2
এটা হল একটা ভার্সাটাইল ও স্টাইলিশ স্মার্টওয়াচ। এর মধ্যে আছে ইন্টার-চেঞ্জেবল বেজেল ডিজাইন, ১.৩২’’ অ্যামোলেড অলওয়েজ-অন ডিসপ্লে। যা দেয় হাই রেজোলিউশন এবং কাস্টমাইজ করে নেওয়ার মতন বিকল্প থাকা ১০০-র বেশি ওয়াচ ফেস। এটা ১২০-র বেশি স্পোর্ট মোডকে সাপোর্ট করে এবং এতে আছে ৫টা স্পোর্টের অটোমেটিক রেকগনিশন সুবিধা। এই স্মার্টওয়াচের সাহায্যে সর্বক্ষণ হেল্থ মনিটর করা যায়, ব্লুটুথ কল করা যায়, মিউজিক কনট্রোল করা যায়, নোটিফিকেশনের মতন ইন্টিলিজেন্ট ফিচার আছে, এবং এর ক্যামেরাকে দূর থেকে কনট্রোল করা যায়। এতে আইপি68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স আছে বলে অ্যাক্টিভ লাইফ স্টাইলের জন্য এটা খুবই উপযোগী এবং এর ব্যাটারি লাইফ হল ১১ দিন পর্যন্ত।
সিএমএফ বাডস প্রো 2
সিএমএফ বাডস প্রো ২-কে এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটা দিয়ে খুব দুর্দান্ত মানের অডিও এক্সপেরিয়েন্স লাভ করা যায়। সেই সঙ্গে এতে আছে ডুয়াল ড্রাইভার, এলডিএসিটিএম টেকনোলজি, হাই-রেজ অডিও ওয়ায়রলেস সার্টিফিকেশন, ৫০ ডেসিবেল স্মার্ট এএনসি, ও কাস্টমাইজ করে নেওয়ার মতন স্মার্ট ডায়াল। যাঁরা সঙ্গীতের একেবারে গভীরে ডুবে যেতে চান, তাঁদের জন্য এতে আছে স্পেসিয়াল অডিও এফেক্ট, যা আপনাকে থ্রি-ডাইমেনশনাল সাউন্ডস্কেপে নিয়ে চলে যাবে। এর মোট ব্যাটারি লাইফ হল ৪৩ ঘণ্টা এবং খুব দ্রুত মানে ১০ মিনিটে এর ব্যাটারিতে চার্জ দিলেই ৭ ঘণ্টার প্লেব্যাক।