বন্ধ পেট্রোল পাম্প, প্রভাব পড়লো শিলিগুড়িতেও

উত্তরবঙ্গ জুড়ে বন্ধ পেট্রোল পাম্পগুলি। পেট্রোল পাম্প মালিকদের ডাকা বনধ ঘিরে সকাল থেকে বন্ধ পাম্পগুলি। এর জেরে সমস্যা পড়েছেন বহু মানুষ। তবে আগে থেকেই ১৫ ফেব্রুয়ারি ২৪ ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ থাকবে সে ঘোষণা করেছিল নর্থ বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সমগ্র উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল পাম্প বন্ধ থাকবে। রাজ্যে গত পঞ্চায়েতের নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর গাড়িগুলির জন্য বিভিন্ন পাম্প থেকে তেল দেওয়া হয়েছিল। সেই বাবদ প্রায় উনিশ কোটি টাকা বকেয়া রয়েছে।

যে টাকা বহুবার আবেদন করেও পাননি উত্তরবঙ্গের বিভিন্ন পাম্পের মালিকেরা।যেকারণে টাকার দাবিতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। এদিকে সামনেই লোকসভা ভোট রয়েছে। ফলে আগের বকেয়া ও অন্যদিকে সামনেই ভোট থাকায় আশঙ্কায় রয়েছেন পেট্রোল পাম্প মালিকেরা।