পরিবর্তন আসছে জলবায়ুতে, তীব্র গরমে পুড়ছে ব্রিটেন

দিন প্রতিদিন পরিবর্তিত হচ্ছে জলবায়ু। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব পড়ছে সারা দুনিয়াজুড়েই। ইউরোপের কয়েকটি দেশে তাপমাত্রা চড়চড় করে বাড়ছে। রেকর্ড গরম পড়েছে ব্রিটেনে।

২০১৯ সালের পরে ব্রিটেনে তীব্র দাবদাহের জেরে তাপমাত্রা রেকর্ড সৃষ্টি করেছে। একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবিলাতে। ব্রিটেন ছাড়াও ফ্রান্স, পর্তুগাল এবং স্পেনে এখন অস্বাভাবিক গরম। ইউরোপের এই তিন দেশে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে।

প্রাকৃতিক পরিবেশও অতিষ্ঠ করে তুলছে ব্রিটেনের নাগরিকদের। প্রচন্ড গরম পড়েছে ব্রিটেনে। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, এর আগে এত গরম ব্রিটেনে এর আগে কখনও পড়েনি।

বর্তমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে নাগরিকরা যেন পা রাখেন প্রশাসনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। কিছুদিন আগেই লন্ডন মেট্রো থেকে শুরু করে ব্রিটেনের রেল চলাচল ব্যবস্থা রেলকর্মীদের তিনদিনব্যাপী আন্দোলনের জেরে অচলাবস্থার মধ্যে পড়েছে।

এরপর কাঠফাটা গরমের কারণে রানির দেশে ট্রেন চলাচল ব্যবস্থা এখন বিপর্যস্ত। কেননা ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য দফতর জরুরি পরিষেবা হিসেবে অ্যাম্বুল্যান্সের সংখ্যা বাড়িয়েছে। ২০১৯ সালেও একবার এধরনের মারাত্মক গরম পড়েছিল ব্রিটেনে। সেইসময়ে তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁয়েছিল।

আর একইভাবে তিন বছর আগেও জনজীবন বিপর্যস্ত হয়েছিল। সোমবার থেকে ব্রিটেনজুড়ে যে তীব্র দাবদাহ দেখা দিয়েছে এর জেরে অহস্য অবস্থা সইতে হবে আগামী কয়েকদিন। অন্নত বুধবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। ইউরোপের আরও কয়েকটি দেশেও কিছুদিন ধরে মারাত্মক গরম পড়েছে। এই দেশগুলির বাসিন্দারা গরমে ঘেমেনেয়ে অতিষ্ঠ।

আবহাওয়া সংক্রান্ত সংস্থা ডব্লিউএমও জানিয়েছে, পর্তুগাল, স্পেন এবং ফ্রান্সেও এখন মারাত্মক গরম। ব্রিটেনের তাপমাত্রাকে ছাপিয়ে গিয়েছে ইউরোপের এই তিন দেশের তাপমাত্রা। তাপমাত্রা এখন ৪৬ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে।

ব্রিটেনের জাতীয় রেল পরিষেবা নেটওয়ার্কের তরফে জানানো হয়েছে, তাপমাত্রা না কমা পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক হবে না। অন্যদিকে, ব্রিটেনের হেলফ সিকিওরিটি এজেন্সি জানিয়েছে, নাগরিকদের প্রতি আবহাওয়া সম্পর্কিত সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে মারাত্মক গরম কমে যেতে পারে। তাপমাত্রা নামবে বলে মনে করা হচ্ছে। বর্তমান পরিস্থিতির মোকাবিলায় সর্বতোভাবে প্রস্তুত আছে প্রশাসন।