বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কেষ্ট জেল থেকে ফেরার পর থেকেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
বাংলায় ফিরেই ফের স্বমহিমায় কেষ্ট। অনুব্রত বীরভূমের ফেরার পর এবার মনে করা হচ্ছে মমতার নিজের হাতে গড়ে দেওয়া কোর কমিটির সঙ্গে কাজল শেখের ঠাণ্ডা লড়াই শুরু হয়ে গেল! অভিযোগ, জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখের সঙ্গে চা খাওয়ার অপরাধে পদ গেল দলেরই বুথ সভাপতির।
বীরভূমের সদাইপুর থানার লালমোহনপুরের বুথ সভাপতি শেখ খয়রাত ওরফে কটা নিজে এই অভিযোগ তুলে সরব হয়েছেন। সিউড়ির বিধায়ক তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর নির্দেশেই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।