ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পুর আধিকারিকরা

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সোমবার পরিদর্শন করলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পুর আধিকারিকরা। ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া জলপাইগুড়ি শহরের ২১নম্বর ওয়ার্ডের কলেজপাড়া শিরিশতলা এলাকা এদিন পরিদর্শন করলেন পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

উল্লেখ্য এলাকায় ধীরেন সুত্রধরের বাড়ির টিনের চাল পুরো উড়ে যায় গতকালের দুপুরের ঝড়ে । এদিন পরিবারের সঙ্গে বিস্তারিত ভাবে আলোচনা করার পর পাশে থাকার আশ্বাস সঙ্গে পুর কর্তৃপক্ষের উদ্যোগে ওই বাড়ির টিনের চাল সংস্কার করে দেওয়ার কথা জানান চেয়ারম্যান পাপিয়া পাল।

এদিন উপস্থিত ছিলেন চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চাট‍্যাজি, ওএস তাপস দত্ত সহ স্থানীয় কাউন্সিলর তারকনাথ দাস।