ফ্রেন্ডস ব্যাপ্টিস্ট চার্চে শুরু হয়েছে বড়দিনের প্রস্তুতি

হাতে মাত্র কয়েকটি দিন ২৫ শে ডিসেম্বর বড় দিন। বড়দিনের উৎসবে মেতে উঠবেন খ্রিস্টধর্মাবলম্বী মানুষেরা। তার আগে সেজে উঠছে জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় অবস্থিত ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চ। এখানেই এক মাস ধরে পালিত হবে প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে প্রার্থনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

জলপাইগুড়ি ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চের তরফে পল দাস বলেন, সামনেই বড় দিন। প্রভু যিশুর জন্মদিন উদযাপনের আগে সাজিয়ে তোলা হচ্ছে  চার্চ, ছোটদের অনুষ্ঠানের মহড়া চলছে প্রতিদিন।

অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি যীশুর বাণী প্রচার সহ নাচ গান পরিবেশিত হবে বলে জানান তিনি।