নিরাপত্তা ব্যবস্থা খাতিয়ে দেখে তাইওয়ানের ৬’টি জায়গায় যুদ্ধ চালানোর ঘোষণা চীনের

চীনের দক্ষিণপূর্ব উপকূলে তাইওয়ানের কিনমেন দ্বীপের ওপর দিয়ে চীনের গোয়েন্দা ‘ড্রোন’ উড়ে গেছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।  তাইওয়ান সেনাবাহিনীর কিনমেন প্রতিরক্ষা কমান্ডের মেজর জেনারেল চ্যাং জোন-সাং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ও ১০টায় ২ বার চীনের এক জোড়া ‘ড্রোন’ কিনমেন দ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে। তিনি আরও বলেন, ‘আমরা তক্ষুনি ফ্লায়ার জ্বালিয়ে সতর্ক করি এবং ড্রোনগুলো তাড়িয়ে দিই। এরপর, সেগুলো আবার ফিরে আসে। সেগুলো আমাদের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েছিল।’ তিনি মনে করেন, ধারণা করা হচ্ছে ‘ড্রোনগুলো’ দ্বীপটির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গোয়েন্দা তথ্য নিতে এসেছিল। দ্বীপটিতে সতর্কতার লেভেল ‘স্বাভাবিক’ আছে উল্লেখ করে মেজর জেনারেল চ্যাং জোন-সাং বলেন, ‘ড্রোনগুলো আবার এলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

অন্যদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর শেষ করার কিছু পরই দেশটির স্বঘোষিত আকাশ-প্রতিরক্ষা সীমার ভেতরে ঢুকেছে ২৭টি চীনা যুদ্ধবিমান। এদিকে  বিবিসি জানায়, এর আগে চীন বৃহস্পতিবার থেকে তাইওয়ানের চার দিকে মোট ছয়টি জায়গায় সামরিক যুদ্ধ চালানোর ঘোষণা করেছে। খবরে বলা হয়, যুদ্ধটি আজই শুরু হবার কথা। তবে তার আগেই ২৭ চীনা বিমানের তাইওয়ানের আকাশে ঢোকার ঘটনা ঘটলো। এর মধ্যে ২২টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। সেগুলোকে সাবধান করতে তাইওয়ানও তাদের জেট ওড়ায়।

এদিকে আমেরিকান কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তার তাইওয়ান সফর শেষ করে বুধবার তাইপে ছেড়েছেন। তিনি যেন এ সফরে না আসেন সে জন্য চীন আমেরিকার প্রতি কড়া হুঁশিয়ারি দেবার পর এ নিয়ে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল।