মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর ঘিরে তৎপরতা প্রশাসনিক মহলে

মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর ঘিরে তৎপরতা প্রশাসনিক মহলে। চলতি মাসের ২১ তারিখ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে। মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফরকে ঘিরে তৎপরতা এই মুহূর্তে প্রশাসনিক মহলে। ইতিমধ্যেই শিলিগুড়ি শহর জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। প্রশাসনিক মহলে দফায় দফায় চলছে বৈঠক।আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভামঞ্চের প্রস্তুতি ও সমস্ত দিক ক্ষতিয়ে দেখতে স্টেডিয়ামে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা শাসক এস পূলম্বালাম সহ অন্যান্য আধিকারিকরা।