আরজি কর কাণ্ড থেকে মানুষের নজর ঘোরাতে বন্যা কবলিত এলাকায় গিয়ে কেন্দ্রীয় সরকারকে বিরুদ্ধে অবাঞ্ছিত মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। আজ নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সাংবাদিকদের মুখোমুখি এমনি মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার তাকে এনজেপি স্টপশনে স্বাগত জানাতে যান ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী, মাটিগাড়া-নকশালবারির বিধায়ক আনন্দময় বর্মণ, জেলা সভাপতি অরুণ মণ্ডল সহ বিজেপির একাধিক নেতা কর্মীরা।
এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ ইতিমধ্যে বিজেপি পক্ষ থেকে দিকে দিকে ত্রানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয় ১০,০০০ ত্রিপল পাঠানো হচ্ছে বন্যা কবলিত এলাকায়।তবে বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী বারবার গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অবাঞ্ছিত মন্তব্য করে গোটা রাজ্যকে আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরাতে চাইছে।
সোমবার দলীয় কর্মসূচিতে শিলিগুড়িতে আসেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি জানান পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ। বিজেপি সবসময় বন্যা দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে চলছে। তবে রাজ্যের সরকার বন্যা নিয়ে রাজনীতি করছে। পাশাপাশি তিনি জানান আর জি কর কাণ্ড সিবিআই তদন্ত করলেও যেভাবে সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে তাতে দোষীদের সন্ধান করতে বেশ কিছুটা কাঠখড় পোড়াতে হচ্ছে সিবিআইকে। তবে তিনি নিশ্চিত হয়ে বলেন, দোষিরা শাস্তি পাবে। ইতিমধ্যেই দুজন গ্রেফতার হয়েছে। পাশাপাশি এদিন তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, রাজ্যের বিধানসভার ভেতরে থ্রেট কালচার চলে। সেই রাজ্যে থ্রেট কালচার অন্য কোথাও না হওয়ার কিছুই নেই।