বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

সরকারি নির্দেশকে সঠিক কার্যকর করতে উদ্যোগী রাজ্য। সেই কারণেই প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছরের শুরুতে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতেই এই বৈঠক। এদিনের বৈঠকে প্রথম দিকে সেমিস্টার পদ্ধতি চালু করা নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূল নেত্রী।

এদিন মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্কুলে কোনো সেমিস্টার চলবে না। একই সাথে এদিন না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, ‘আমি বাচ্চাদের ব্যাগের বোঝা কমাতে চাই। যেমন চলছে তেমন চলবে। স্কুলে কোন সেমিস্টার হবে না। শিক্ষার ব্যাপারে কোন পলিসি নিলে প্লিজ কনসাল্ট।’ একই সাথে এদিন রাজ্যের ১০ হাজার স্কুলকে ডিজিটালাইজেশন করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।