মালদা: মুর্শিদাবাদের কর্মসূচি শেষ করে আজ বিকেলেই মালদা আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে।
জানা গেছে আজ বিকেল আনুমানিক সারে তিনটা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পাশে তৈরি হেলিপ্যাডে নামবেন। এরপর সোজা চলে যাবেন মহানন্দা ভবনে।
তার আগে মুখ্যমন্ত্রী হেলিপ্যাডের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। স্লিপার ডগ এবং বোম স্কোয়াডের আধিকারিকরা সরেজমিন খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী হেলিপ্যাড গ্রাউন্ড।