বছর গড়লেই পঞ্চায়েত ভোট। তাঁকে সামনে রেখে জেলা সফর শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর,আগামী ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত জঙ্গলমহলের পুরুলিয়া ও বাঁকুড়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ৩০ তারিখ পুরুলিয়া থেকে সফর শুরু করার কথা তাঁর। এই দুই জেলাতেই প্রশাসনিক বৈঠক এবং দলীয় কর্মিসভায় অংশ নেবেন তিনি।
আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় প্রশাসনিক সভা করবেন ৩০ তারিখ। আগামী ৩১ তারিখ পুরুলিয়ায় কর্মিসভা করে সেদিনই বাঁকুড়ায় প্রশাসনিক সভা করার কথা। আগামী ১ জুন বাঁকুড়ায় কর্মিসভা করার তৃণমূল নেত্রীর। পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমের জেলাগুলিতে নজর দেওয়ার কাজ শুরু করেছেন মমতা। উল্লেখযোগ্য ওই জেলাগুলিতে বুথস্তরের কর্মীদের নিয়ে কর্মিসভা করার বিশেষ কারণ রয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
প্রসঙ্গত, ২০১৯-এর নির্বাচনে ওই এলাকাগুলি বিশেষ করে জঙ্গলমহল এলাকায় খারাপ ফল করে ঘাসফুল শিবির। ঢালাও উন্নয়ন সত্বেও জঙ্গলমহল ও পশ্চিমের জেলাগুলিতে আশানরুপ ফল করেনি তৃণমূল। তার পর থেকেই ওই এলাকা গুলিতে সংগঠনের উপর জোর দিচ্ছে শাসকদল। আর এদিকে লোকসভা নির্বাচনের আগে ঠিক হাতে যখন দু’বছর সময় সেটাকে কাজে লাগিয়েই জোর প্রচার চালাতে চাইছেন তৃণমূল নেত্রী। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এখন থেকেই দিল্লি যাওয়ার ঘুঁটি সাজাচ্ছেন মমতা। তাই পশ্চিমের জেলাগুলি ও জঙ্গলমহলের দিকেই বাড়তি নজর দিচ্ছেন মমতা