পাহাড়ে জিটিএ নির্বাচনে জয় লাভ করে অনিত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অনিত থাপার এই জয়ে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মত পাহাড় থেকে সোজা কলকাতা গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য মূলক সাক্ষাৎকারের পাশাপাশি ১২ই জুলাই জিটিএ-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান অনিত।
গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অনিত থাপার এই আমন্ত্রণে সোমবার উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর এদিন মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবেন ও মঙ্গলবার দার্জিলিংয়ের চৌরাস্তায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই দার্জিলিং-এর চৌরাস্তায় জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরকদমে গোটা এলাকাকে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
এছাড়া পাহাড়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে চলছে নানান রকম প্রস্তুতি। প্রশাসনিক সূত্রে আরো খবর রয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বুধবার নেপালি আদিকবি ভানুভক্ত এর জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে মুখ্যমন্ত্রী যখনই উত্তরবঙ্গ সফরে আসেন তখন তিনি উত্তরবঙ্গবাসী ও পাহাড়বাসীদের জন্য নতুন কোনো চমক রাখেন তবে এবারের তার এই সফরে উত্তরবঙ্গবাসীদের জন্য নতুন কি চমক রয়েছে সেদিকেই তাকিয়ে গোটা উত্তরবঙ্গ।