ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার সেই ইস্যু নিয়েই নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি যা বলেছেন তা আন্দোলনকারীদের জন্য খুব একটা সুখকর নয়।

মমতা জানিয়ে দিলেন, “ডিএ বাধ্যতামূলক নয়, অপশন মাত্র।” পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা বাড়তি ছুটি তো পান, তার সাথে বিদেশ যাওয়ার মত সুযোগও করে দেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গত ২ বছরে ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকার বেশি খরচ করেছি। নতুন পে কমিশনের হিসেবে DA দেওয়া হয়েছে।” যদিও রাজ্য সরকারের কর্মচারীরা তা মানতে রাজি নন। তারা বারংবার অভিযোগ জানিয়েছেন, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেখানে তারা এই অঙ্কের অর্ধেকও পাচ্ছেননা। এমনকি বাকি রয়েছে বকেয়াও।