নির্বাচন পূর্বে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

অভিযোগ ওঠা সত্ত্বেও কাজ হয়নি এখনো। কলকাতা শহরের রাস্তাঘাটে হামেশাই চোখে পড়ে আবর্জনার স্তুপ। অভিযোগ, অনেক জায়গায় নাকি নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় শহুরে এলাকার নাগরিকদের।

অন্যদিকে কঠিন বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে তোলার যে আধুনিক ব্যবস্থা, সেটাও কার্যকর করতে পারেনি অধিকাংশ পৌরসভা। এই পরিস্থিতিতে নবান্ন সূত্রে খবর, রাজ্য জুড়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার লক্ষ্যে, কেন্দ্রীয়ভাবে জঞ্জাল সাফাইয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়।

অন্যদিকে বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তাই পুরসভা এলাকার আবর্জনা এবং জঞ্জাল সাফাইয়ের জন্য সরাসরি পুর ও নগরোন্নয়ন দফতরকেই দায়িত্ব দিচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই পদক্ষেপ নিতে শুরু করেছে পুর এবং নগরোন্নয়ন দফতর।