প্রতিদিন রেকর্ড হারে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম । মূলত, জ্বালানীর এই মূল্যবৃদ্ধির কারণে বেড়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় সবজি নিয়ে যাওয়ার পরিবহন খরচও । যারফলে আকাশছোঁয়া হয়েছে সবজি, ফলের দাম। এনিয়ে আজ বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে কম দামে সবজি ও ফল পৌঁছে দিতে পারে একমাত্র সুফল বাংলার পরিষেবা। তবে গোটা পশ্চিমবঙ্গে সুফল বাংলার দোকান আছে মোট ৩৩২টি। তাই সুফল বাংলার স্টলের সংখ্যা ৩৩২ থেকে বাড়িয়ে ৫০০টি করতে হবে। এ ছাড়া সুফল বাংলার স্টল বাজারে বাজারে দাঁড়াবে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত। এর পর দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্তও সুফল বাংলা স্টল খোলা থাকবে। আগামী দিনে আরও স্টল খোলা হবে। কারণ, বাজার থেকে সুফল বাংলার স্টলে দাম অনেকটা কম।
পাশাপাশি এদিন বিভিন্ন খোলা বাজারে ব্যবসায়ীদের সাহায্যের করার কথা বলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, যদি ব্যবসায়ীরাও একটু নজরে রাখেন, তা হলে ভাল হয়। এদিকে, এনফোর্সমেন্টকেও নজর রাখতে বলেছেন তিনি । এনফোর্সমেন্টকে জানান, বেশি কড়াকড়ি নয়, তবে নজর রাখতে হবে, কেউ যে বেআইনি ভাবে বেশি দামে জিনিস বিক্রি করতে না পারেন। পুরো বিষয়টিতে যাতে সাধারণ মানুষ সুবিধা পান সে দিকেও নজর রাখতে হবে।