কর্মসংস্থান নিয়ে বড় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে সময় চোট পেয়ে বাড়িতে চিকিৎসারত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অসুস্থ অবস্থাতেও ভোটের প্রচারে অংশ নিতে এদিন বীরভূমের দুবরাজপুরের দলীয় সভায় অডিও বার্তা দিলেন মমতা।

গত সপ্তাহে উত্তরবঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনার পর বীরভূমের দুবরাজপুরের সভায় ভার্চুয়ালি অংশ নেন মুখ্যমন্ত্রী। সেই সভাতেই কর্মসংস্থান থেকে ভাতা, দলের অন্তর্দ্বন্দ্ব, বিরোধীদের আক্রমণ সবটাই উঠে আসে তৃণমূল সুপ্রিমোর বক্তব্যে। বড় প্রতিশ্রুতি দিয়ে মমতা বলেন, ‘দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ হবে। দেউচা পাঁচামি হলে আর বিদ্যুতের কোনও সমস্যা হবে না।’

তৃণমূলের শাসনকালে বীরভূমের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতিও হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, “কেউ যদি কোনও অন্যায় করে কোর্ট তাকে শাস্তি দিক। এদিকে কোর্টে কিছু প্রমাণ করতে পারছে না। কংগ্রেস দিল্লিতে বলছে একসঙ্গে লড়ব, বাংলাতে বলছে এসো মমতার বিরুদ্ধে লড়াই করব। দুই রকম লাড্ডু তো হয় না।”