উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ জানুয়ারি জেলা সফরে আসার কথা রয়েছে তাঁর। মুর্শিদাবাদ , মালদা আলিপুরদুয়ার সফরে আসার কথা রয়েছে মমতার। ২১ জানুয়ারি আলিপুরদুয়ারে পৌঁছোবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বিধানসভা উপনির্বাচনে এবার মাদারিহাটে বিজেপিকে পরাজিত করেছে তৃণমূল।১৩ বছর ঘাসফুল শিবির ক্ষমতায় থাকলেও, উত্তরবঙ্গের এই আসনে কখনও জিততে পারেনি। এর আগে বাম শরিক আরএসপির গড় ছিল মাদারিহাট। এরপর বিজেপি সেখানে জিতলেও এবার তা গিয়েছে তৃণমূলের হাতে।
তারপর সেখানে মমতার সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বুধবার আলিপুরদুয়ার জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মাদারিহাটে পরিষেবা প্রদান এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁর যোগদান করার কথা রয়েছে। এক কথায় বলা যায়, আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর রয়েছে একগুচ্ছ কর্মসূচি।