ওষুধের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর তরফে

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হুট করে অত্যাবশ্যকীয় ৭৮৪ টি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। প্যারাসিটামল, সুগার, প্রেশার, বাত, ঘুম, কাশির মতো সাধারণ থেকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ইঞ্জেকশনের দাম বৃদ্ধি পাওয়ার কথা ঘোষণা করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে নবান্ন থেকে প্রতিবাদের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতি গুরুত্বপূর্ণ এবং জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের।

বৈঠকে তিনি বলেন, “সাধারণ মানুষের প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি আমাকে ভাবতে বাধ্য করেছে। আমি একাধিক বার কেন্দ্রের কাছে আবেদন করেছি, যাতে স্বাস্থ্য বিমার উপরে জিএসটি প্রত্যাহার করা হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি।“ ঘোষণা করেন, ওষুধের উপরে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে এপ্রিল রাজ্যজুড়ে প্রতিটি ব্লকে ব্লকে সভা এবং প্রতিবাদ মিছিল করা হবে।