ট্যাব কেলেঙ্কারি নিয়ে সজাগ মুখ্যমন্ত্রী

ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে৷ যারা এই কাজের সাথে যুক্ত তাদের পশ্চিমবঙ্গ প্রশাসন ধরেছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রাফ এন্ড টাফ এই বিষয় নিয়ে৷ চারদিনের উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ,  “ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে৷ এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ এটা অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এই ঘটনা মহারাষ্ট্র, রাজস্থান সহ একাধিক রাজ্যে ঘটেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং, রাফ এন্ড টাফ। তারা ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করেছে। বাকি যা যা করার তা করবে। ট্যাবের যারা টাকা পাইনি তারা পেয়ে যাবে৷”

অন্যদিকে তিনি বলেন ,  “আমার পাহাড় সফর খুব ভালো হয়েছে। বিশেষ করে চারটি স্কিল ট্রেনিং সেন্টার পাহাড়ে হবে। শিলিগুড়িতে অলরেডি একটা রয়েছে, সপ্তম রায় চৌধুরী করছে। এতে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিং পাবে এবং চাকরি সুযোগ পাবে।”