বাজারে এল কোলগেট টুথপেস্টের চারকোল ভেরিয়েন্ট

কোলগেট ম্যাক্সফ্রেশ টুথপেস্টে বাজারে আনল তার সম্পূর্ণ নতুন ব্রান্ড ‘চারকোল’ ভেরিয়েন্ট।  কাঠকয়লা এবং পুদিনা পাতা দিয়ে তৈরি কোলগেটের এই ‘চারকোল’ ভেরিয়েন্ট টুথপেস্টে কুলিং ক্রিস্টাল থাকায় দিনের শুরুতেই রিফ্রেশ করে তোলে।  ‘চারকোল’ ভেরিয়েন্টর ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন রণবীর সিং।

কোলগেটের এই ম্যাক্সফ্রেশ চারকোল টুথপেস্ট একটি আকর্ষণীয় কালো এবং লাল স্টাইলাইজড প্যাকে উপলব্ধ। এই হার্ড-টু-মিস ভেরিয়েন্টটি চার রকমের ওজনে পাওয়া যায়।  ৩০ গ্রাম, ৬৫ গ্রাম,  ১৩০ গ্রাম এবং ২৬০ গ্রাম। বলাবাহুল্য,  কোলগেট ম্যাক্সফ্রেশের  ভারতে দুই দশকেরও বেশি সময় ধরে সফল ইতিহাস রয়েছে এবং এটি কোলগেটের সবচেয়ে বেশি বিক্রি হওয়া টুথপেস্টগুলির মধ্যে একটি।

কোলগেট-পামমোলিভ ইন্ডিয়ার মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ চিন্তামণি বলেন,  আমরা নতুন ম্যাক্সফ্রেশ চারকোল টুথপেস্ট লঞ্চ করতে পেরে খুবই উচ্ছ্বসিত।