আগামী ১০ জুন, শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে অনলাইনে পরীক্ষার ফল দেখানো নিয়ে সিধান্ত বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । আধ ঘণ্টা পিছিয়ে ১০ জুন, শুক্রবার সকাল সাড়ে ১১টার বদলে দুপুর ১২টা থেকে অনলাইন ফল দেখা যাবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১১.৩০টা নয়, ১০ জুন দুপুর ১২টা থেকে অনলাইন উচ্চমাধ্যমিকের ফল দেখা যাবে।’ SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই দুপুর ১২টা থেকেই ফল জানা যাবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, উচ্চমাধ্যমিকের ফল জানতে চোখ রাখুন wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে।