ভারী বৃষ্টির সাথে সাথে ঝড়ের সম্ভবনা

গত মাসের, এক নাগাড়ে চলতে থাকা নিম্নচাপের মরশুম কাটিয়ে রোদের মুখ দেখেছে দক্ষিণবঙ্গের মানুষ৷ তবে নিম্নচাপ কাটতেই প্রবল গরমে হাসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ মাঝেমধ্যে বৃষ্টি হলেও, কিছুতেই যেন গরমের হাত থেকে নিস্তার মিলছে না৷

এবার হাওয়া অফিস জানাচ্ছে, ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আরও বেশি ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তাহলে বঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা?

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে আপাতত অবস্থান করছে নিম্নচাপটি। প্রাথমিকভাবে শনিবার সকাল থেকে বৃষ্টি হওয়ার আভাস থাকলেও আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টি হবে মাঝারি থেকে ভারি।

এছাড়া সোমবার এবং মঙ্গলবারও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলাই থাকতে চলেছে।

কয়েকটি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই নিম্নচাপ এবং বৃষ্টির কারণে বঙ্গের গরম অনেকটাই কমবে বলে অনুমান। গতদিনে কলকাতায় কয়েক মিনিটের বৃষ্টি হলেও তাতে কিছুই লাভ হয়নি, উলটে গরম বেড়েছে আরও। এই অসহনীয় পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।