বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে রেমাল ঘূর্ণিঝড়ের দাপট সোমবার বিকেল অবধি চলেছে।
তবে সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হয়েছে। মঙ্গল সকালে মেঘের পর্দা সরিয়ে দেখা গিয়েছে সূর্যের মুখ। এর মাঝেই নতুন আপডেট! ফের একটু একটু বাড়তে থাকবে তাপমাত্রা পারদ। আগামী কয়েকদিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা বাড়তে পারে। তবে গত দু’দিনের মতো ভারী বর্ষণ নয়, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গেই দোসর হতে পারে ঝোড়ো হাওয়া।
আগামী শনিবার অবধি দক্ষিণের সকল জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরে আবার আজ থেকে বর্ষণ বাড়তে চলেছে। উত্তরবঙ্গের তিন জেলায় সতর্কতা জারি করা হয়ছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।