আজ থেকে বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

কলকাতায় বৃষ্টির দেখা নেই বিগত একমাসের বেশি সময় ধরে। বেশ কয়েকবার বৃষ্টির পূর্বাভাষ থাকলেও, আদতে মাটি ভেজেনি দক্ষিণবঙ্গের। গরম যেন কিছুতেই কমছেনা দক্ষিণবঙ্গে। তারমধ্যেই কিছুটা স্বস্তি দিয়ে বীরভূমের দুই জায়গাতে প্রবল ঝড়বৃষ্টি দেখতে পাওয়া যায়। শুক্রবার দুপুরের দিকে বীরভূমের দুবরাজপুরে প্রবল ঝড় ও শিউড়িতে স্বস্তির বৃষ্টি হয়। যার জেরে বীরভূমের দুই জায়গায় মানুষ সাময়িক স্বস্তিতে। এছাড়া বাঁকুড়া, দুই বর্ধমানে বৃষ্টি হয়। উত্তর ২৪ পরগনার কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত হয়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, শুক্রবার মুর্শিদাবাদ ও বীরভূমের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী বীরভূমে স্বস্তির বৃষ্টি দেখা গিয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কবে থেকে বৃষ্টি হবে? কবে থেকে সেই বৃষ্টি শুরু হবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,  শনিবার থেকে আকাশ কিছুটা মেঘলা হবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে  আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা হয়েছে। শনিবার নদিয়া সহ রাজ্যের বেশ কিছু পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কালবৈশখীর মতো পরিস্থিতি তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় সোমবার ও মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। সেই জলীয় বাষ্পের জেরে অত্যন্ত অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের যে যে জায়গায় বৃষ্টিপাত হয়নি, সেখানে রোদের দাপট যেমন রয়েছে, তেমনি রয়েছে অস্বস্তিকর ঘাম।

অন্যদিকে, রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ দেখা দিয়েছে। বুধবার বেশ কয়েকটি রাজ্যের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। যার জেরে মৌসম ভবন হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশায় কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামী মাসের দুই তারিখ থেকে বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।