বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। তবে এরই মধ্যে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। শীত শেষে এবার গরমের দিনের শুরু হতে চলেছে। জানা যাচ্ছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনাতেও। বৃষ্টির সাথে কিছু জায়গায় বইতে পারে ঝোড়ো হওয়া।