কলকাতার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভবনা

কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে আজ আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা ও আশেপাশের এলাকাতেও আবহাওয়া শুষ্ক থাকবে। এদিকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ফের বৃষ্টি হতে পারে। সেদিন থেকে কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

 

আজ কলকাতা সংলগ্ন দমদম এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর শহরতলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। দমদম অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ সারাদিনই আকাশে রোদ থাকবে। ৩১ আগস্ট থেকে ফের দমদম এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।

 

এদিকে আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর আবার ৩১ আগস্ট বা ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ধূসর মেঘের আনাগোনা। আশেপাশে সল্টলেক এবং হাওড়াতেও এই সময় আবহাওয়া শুষ্ক থাকবে।