চলতি সপ্তাহে আবার বৃষ্টির সম্ভবনা

বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। কিছুদিন জলমলে আকাশের স্বস্তি দিয়ে আবার শুরু হচ্ছে বৃষ্টি। মঙ্গলবার আকাশ ছিল আংশিক মেঘলা। বুধবারও সকাল থেকে মুখ ভার আকাশের। মহানগরীর আকাশে মেঘের আনাগোনা। তবে কি ফের বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে৷ রেহাই পাবে না দক্ষিণও৷ পুরুলিয়া, বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান হয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার রাত থেকে নতুন করে উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে শুরু করবে পশ্চিমী ঝঞ্ঝা৷ এর ফলে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদে৷ বৃহস্পতিবার বৃষ্টি ও তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে৷ যার প্রভাব পড়বে বাংলায়৷ হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাত হয়নি।   

গোটা মরশুমে শীতের পথে বারবার ভিলেন হয়ে এসেছে পশ্চিমী ঝঞ্ঝা৷ শীত জাঁকিয়ে বসতেই নেমেছে বৃষ্টি৷ তাল কেটেছে ঠাণ্ডার৷ ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে কিছুটা শীত অনুভূত হলেও, সে ভাবে হাড়ে কাপুনি ধরেনি৷ তবে তারপর কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী কারণ শীত সত্যিই পড়েছিল জাঁকিয়ে। এখন আবার সেই বৃষ্টির ভ্রূকুটি। তাই শীত এবং তার আমেজ যে এবার ক্রমশ শেষের পথে যাচ্ছে তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। বৃষ্টি দিয়েই যেমন এই বছরের শীত শুরু হয়েছিল, তা হয়তো সেই বৃষ্টি দিয়েই শেষ হতে চলেছে। তবে বৃষ্টি আদৌ শেষ হবে কিনা, তাই এখন সব থেকে বড় প্রশ্ন।