বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে শীত, আগমন হচ্ছে গরমর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে।
জানা যাচ্ছে, সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে বাংলাদেশের উপর। বাংলাদেশ থেকে পূর্ব অসম পর্যন্ত এলাকায় এটি বিস্তৃত রয়েছে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট অব্যাহত রয়েছে। জেট স্ট্রিম উইন্ড বইছে গোটা উত্তর ভারতের উপর দিয়ে। ২৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় এটি বইছে।
এই হাওয়া বয়ে চলেছে সমুদ্রতল থেকে ১২.৬ কিমি উপরে। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা বেশ প্রবল গোটা বাংলা জুড়েই। বৃষ্টিপাতের জোড়ালো সম্ভাবনা রয়েছে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই।